Holy Crescent School

প্রতিষ্ঠিত - 1999 ইং


  • ভর্তির নিয়মাবলী
  • প্রতি বৎসর ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে প্লে  গ্রুপ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শ্রেণি উপযোগী শিক্ষার্থী ভর্তি করানো হয়। 

    ভর্তির নিয়মাবলী

    ভর্তির জন্য প্রথমে  শিক্ষার্থীকে  বিকাশে  প্রতিষ্ঠানের নির্ধারিত বিকাশ নম্বরে আবেদন ফী বাবদ ১৫০/- সেন্ডমানি করতে হবে। তারপর  আবেদনকারীকে শিক্ষার্থীর নাম, মোবাইল নম্বর, বিকাশ নম্বর ( যে নম্বর থেকে সেন্ডমানি করা হয়েছে), এবং  ট্রান্সজিকশন আইডি দিয়ে সাবমিট করতে হবে । 

    সাবমিট করার পর একটি পেইজ আসবে । পেইজটির   Now Fill-Up Your Admission Form অপশনে ক্লিক করলে আবেদন ফরমটি ওপেন হয়ে যাবে।

    যথাযথ তথ্য দিয়ে অনলাইন আবেদন ফরমটি ইংরেজীতে পূরণ করে  ফাইনাল সাবমিট করতে হবে। ফাইনাল সাবমিট করার পূর্বে  অবশ্যই  আবেদনকারীকে  একবার প্রিভিউ দেখে  কোন তথ্য ভুল বা বাদ পড়েছি কিনা তা যাচাই করে সাবমিট করতে হবে। ফাইনাল সাবমিট করার পর  ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে। আবেদন ফরমটি ডাউনলোড করে  প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।

    ট্রান্সজিকশন আইডির ভেলিডিটি চেক করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এডমিট কার্ড এপ্রোভ করবেন।

    তখন শিক্ষার্থী পেমেন্ট এন্ড এডমিট কার্ডে লগইন করলে এডমিট পাবে। এডমিট কার্ড প্রিন্ট দিয়ে ভর্তি পরীক্ষার দিন নিয়ে আসতে হবে। বারকোড স্ক্যানার দিয়ে উক্ত এডমিট কার্ড স্ক্যান করে ভর্তি পরীক্ষার উপস্থিতি গণনা করা হবে।

    যে শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক, তার পূর্ববর্তী শ্রেণির বোর্ড পাঠ্যবই থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন প্রণীত হবে। বাংলা-৩০, ইংরেজি-৩০, গণিত-৩০ নম্বর,  সাধারন জ্ঞান সহ মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় প্রত্যেক শিক্ষার্থীকে অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষার ফলাফল প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে।

    লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক শিক্ষার্থীকে মৌখিক, আচার-আচরণ, পোশাক-আশাক, স্মার্টনেস, এটিটিউড পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চুড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থী ও তার অভিভাবককে প্রতিষ্ঠানের নির্ধারিত বিধি বিধান মানার অংগীকার নামায় স্বাক্ষর করতে হবে।

    চুড়ান্তভাবে নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে প্রয়োজনীয় ভর্তি ফি, সেশন ফি, আইসিটি ফি এবং জানুয়ারী মাসের বেতন অনলাইনে জমা দিয়ে  অথবা বিদ্যালয়ে গিয়ে সরাসরি ফি সমূহ জমা দিয়ে ভর্তি হতে হবে।

    ভর্তির জন্য যে কোন সুপারিশ অযোগ্যতার পরিচায়ক।

    Bkash Number: 01857099944

    বি:দ্র:  চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীকে সরাসরি ভর্তি  হওয়ার ক্ষেত্রে অবশ্যই অনলাইনে বা অফিস থেকে সংগ্রহকৃত ভর্তি  আবেদন ফরমের কপি সাথে রাখতে হবে।

  • Developed by  SKILL BASED IT - SBIT